প্রিয় পাঠক আজকে আমরা এই পোস্টে আলোচনা করব যে আপনি কি দুনিয়াকে জান্নাত-ভাবছেন না তো।
যা চাই সব যদি দুনিয়াতেই পাওয়া যেত তাহলে এটা দুনিয়া না জান্নাত হয়ে যেত। কিছু এলোমেলো ঝড় কষ্টের দমকা হাওয়া কিছু অপ্রাপ্তির ভিড় তোমায় কষ্ট দিবে। যন্ত্রণাগুলো পাহাড়ের মত দেখবে মাঝেমধ্যে বুকটা ভারী হয়ে আসবে। তবে কখনোই হতাশ হইয়ো না। ভেঙে পড়োনা কারণ এটাই দুনিয়া এখানে সব চাওয়া পূরন নবার নয়। মন যা চায় তাই যদি পেতে চাও তবে অবশ্যই তোমায় জান্নাতে যেতে হবে।
সেখানে তোমায় আর কোনো কষ্টই ছুতে পারবে না এই যে ছোটখাটো কষ্টগুলো তোমায় আঘাত করে এগুলো মূলত তোমায় জান্নাতের নিকটবর্তী করে। এবং আল্লাহর সন্তুষ্টির দিকে দ্রুত গতিতে নিয়ে যায়। আর এখানে সুখ-দুঃখ কোনটি স্থায়ী নয়। এখানকার সবকিছুই সাময়িক আর আখেরাত হল চিরস্থায়ী। সেখানকার সুখ দুঃখ চিরস্থায়ী। ক্ষণস্থায়ী কষ্টগুলোর ব্যাপারে অত চিন্তা করে কি লাভ (reference form Abu Bokor)?
আল্লাহ সুবহানাহুওয়া তাআলা বলেন:
আর সেখানে অর্থাৎ জান্নাতে তোমাদের জন্য তোমাদের মন যা চায় তাই আছে। তোমরা যে জিনিসের আকাঙ্ক্ষা করো তোমাদের জন্য সেখানে তাই আছে। সূরা ফুসিলাত আয়াত নাম্বার ৩১।
তাই স্বপ্নগুলো আখেরাতের জন্য বাঁচিয়ে রাখো। হতাশ হয়ে নিজেই নিজের উপর জুলুম করো না। আর দুনিয়ার এ কষ্টগুলো স্থায়ী হবে না। এ কষ্টগুলো তো কেবল তোমার পরীক্ষার জন্য পাস করতে পারলেই ভোরের সূর্য তোমার আকাশের মেঘমালাকে চির বিদায় দিবে।
ইনশাআল্লাহ তোমরা কি আল্লাহ তাআলার এই অমৃত আয়াতখানা শুনোনি।
নিঃসন্দেহে কষ্টের সাথেই আছে স্বস্তি। সূরা আল ইনশিরা আয়াত নাম্বার ৬।